মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

ভগিনী 

সরকার বাবলু

১ ফেব্রুয়ারি, ২০২৩ , ৮:০০ অপরাহ্ণ

ভগিনী - সরকার বাবলু

আঠারোশো আশি সালের

নয়-ই ডিসেম্বর

পিতা তাহার জহির উদ্দীন

আবু আলী হায়দার।

মাতা রাহাতুন্নেসা সাবেরা চৌধুরানী 

অন্ধকারে আলো দিতে 

জন্মালো জানি।

সভ্যতার শৃঙ্খল ভাঙতে 

হয়তো এলেন তিনি

সবার মুখ করতে উজ্জ্বল 

আসলেন যিনি 

চার দেয়ালে বন্দি সমাজের

দিয়ে ছিলেন মুক্তি 

তিনিই নারী জাগরণের অগ্রদূত

খণ্ডাতেন  শত যুক্তি।

নারীদের শিক্ষা পথের অগ্রসর

নারী সমাজে কাণ্ডারি 

তিনি অন্ধকারে পিদিম

তিনিই আলোর দিশারী। 

ভয় করে জয়

জাগো গো ভগিনী 

আহা কি বিশ্বয় প্রতিবাদ 

জাগো জাগো নারী সমাজ

ডাক দিয়েছিলো বেগম রোকেয়া সাখাওয়াত। 

এই দিনে মৃত্যু তার 

এই দিনে জন্ম

তিনিই মহীয়সী 

জানুক প্রজন্ম।