মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

ভাগের অংশটা

রবীন জাকারিয়া

২ মার্চ, ২০২২ , ৮:৫৩ অপরাহ্ণ ;

কবিতা - ভাগের অংশটা - রবীন জাকারিয়া

রাতগুলোতো জেগেই থাকি

ঘুমাই সারাদিনে৷

বউটা কখন বলে উঠে

সদাই আনো কিনে৷

ভয়েই মরি দামটা শুনে

যা কিছু দরকারি৷

তরু লতায় পানি দিয়ে

বানাচ্ছি তরকারি৷

তেলে তেলে ত্যালত্যালানি

তেলের তেলেসমাতি৷

ধার দেনাতে ডুবে আছি

কোথায় হস্ত পাতি!

ভাবি শেষে হলাম নাতো

গরু কিংবা ছাগল!

এটা এক মস্ত গারদ

আর সকলে পাগল৷

এ দেশটার নাকি গেছে

বেড়ে মাথাপিছু আয়৷

আমার ভাগের অংশটা ভাই

বলুনতো কে খায়?

 

Latest posts by রবীন জাকারিয়া (see all)

3 responses to “ভাগের অংশটা”

  1. রবীন জাকারিয়া says:

    অসংখ্য ভালবাসা আর কৃতজ্ঞতা

  2. সুমি জামান says:

    অভিনন্দন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *