ভাবতে দাও,
গালে হাত ঠেসে, উদাস মনে
ভাবার জন্য একটু সময় দাও।
দুনিয়ার কারাগারে কী করে কারিগর?
কীভাবে চলছে তাদের সংসার-পরিবার?
দুবেলা খেয়ে কেমনে থাকে সুখে?
আর, টাকার বিছানায় শুয়ে কে কাটিয়ে দেয় দুখে?
কার হাতের তৈয়ার করা প্রাসাদে,
কে করে রাজত্ব? আর কে মরে বিবাদে?
কেন শান্তির খোঁজে আজ রাজ্যের সম্রাট?
কেন কেন! আকাশ ছোঁয় গরিবের হাত?
কোথায় এর শেষ? কোথায় হয়েছিল শুরু?
কীভাবে!
কেমন করে ভণ্ড হয়ে গেল মহাগুরু?
কে কারে বলে শ্রমিক জাত?
কে মেরে খাচ্ছে পুরো রাজ্যের ভাত?
কেন অনাহারে ভুগছে পথের পরি?
কেন মা সান্ত্বনা দিয়ে বলে – রাতে পেট ভরে খাবি?
কেন এগুলো উপেক্ষা করে কবির কলম?
কেন অন্ধ হয়ে ঘুরে বেড়ায়?
কেন লিখতে গিয়ে লাগে শরম?
তা-ই একটু ভাবতে দাও,
গভীরভাবে, মনস্থির করে।
আমাকে ভাবার একটু সময় দাও।