মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

ভালবাসি বলেই

মুগ্ধতা.কম

২৭ জুন, ২০২০ , ৮:২৩ অপরাহ্ণ

খলিল ইমতিয়াজের কবিতা - ভালবাসি বলেই

ভালবাসি বলেই সব কিছু মেনে নিই

ভালবাসি বলেই সব জেনে টেনে নিই

কত কথা কত মুখে কত গান বেসুরে

শুনে শুনে গেঁথে রাখি মন গায় যে সুরে

চারদিকে চার সুর বেজে বেজে বারো সুর

ফাঁকা রোড ফাঁকা মাঠ মৃদু হাওয়া বহুদূর ।