১.
আবুল ডাকায় ‘ওঠচে ব্যালা!
পারবু কত নিন?
ওরে বিবি, ওটেক রে আইজ
ভালোবাসার দিন।’
গোড্ডেয়া চউখ কইল বিবি
‘উগল্যা কি মুই জানো?
ভাত চড়ে দিম টপ করি যাও
চাইল্ কিনিয়া আনো।’
২.
প্রেম করেছি লতার সাথে- বীনু ছিলো চেতে,
দুই ভাবিরও দুবোন ছিলো সে আশাতে মেতে।
পড়শি পরী তড়িঘড়ি বলছিল ‘আই লাভ…’
পাশের গাঁয়ের বন্ধুরও বোন জমিয়েছিল ভাব।
ছাত্র ভালো ছিলাম বলে চাচার দুটি মেয়ে,
পড়তে এসে চক্ষু পানে থাকত কেবল চেয়ে।
ধনীর মেয়ে তিশা, মুমু যেই ছলেতে হোক,
বলত, জানেন আপনার না দারুণ পটল চোখ?
হাঁটলে পথে পড়শি মেয়ে দরজা খুলে ওর,
বলত- ভাইয়া, কেমন করি রেজাল্টটা সুন্দর?
কী পড়াব ওকে যখন তার বড় বোন এসে
গোলাপ দিয়ে কী কী যেন বলত হেসে হেসে!
বান্ধবীদের তিন তিনজন গীতা, মণি, রীতা-
আমার প্রীতি পেতে চালায় কী প্রতিযোগিতা।
নূপুর, শাপু, চাঁদনী দিত আমার প্রেমে ডুব,
তুচ্ছ ছলেই ঝরনা, মিনা ঘেঁষতো কাছে খুব।
কুড়িজনই করত আমায় প্রেমের চিঠি বিলি,
প্রেম ইশারায় করত শিলা, টিনা, নূরী, মিলি!
কিন্তু আজও ভুলতে না পাই দুঃখী লতার প্রেম,
আজও আমার অন্তর সে টুকটুকে এক মেম।