রংপুরে ভাষা আন্দোলনের সময়ে যারা সক্রিয় ছিলেন এমন পাঁচজন ভাষাসৈনিকের সাথে পাঠকের পরিচয় করিয়ে দিচ্ছি। আন্দোলনের পুরোটা সময় তাঁরা রংপুরের বিভিন্ন সভা, সমাবেশ বা মিছিলে সক্রিয় ছিলেন।
তাঁদের প্রতি আমাদের নিবিড় শ্রদ্ধা।
[ছবি ও তথ্য: জনাব রানা মাসুদের ‘আলোর দীপ’ গ্রন্থ থেকে। গ্রন্থটি প্রকাশ করেছে বাবুই। ]