মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

ভাষা শহিদদের প্রতি 

অম্বরীশ ঘোষ

২২ ফেব্রুয়ারি, ২০২৩ , ১১:৩৪ অপরাহ্ণ ;

ভাষা শহিদদের প্রতি - অম্বরীশ ঘোষ

শঙ্খবেলায় যারা সেদিন ঘরে ফেরেনি 

চাপ চাপ রক্তে শুধু কোকিল ডেকেছিল 

তাদের স্লোগান আর হাসিটুকু মেখে নিয়েছি 

ভাষার পরিধি জুড়ে গেঁথেছি তাদের কোলাহল

যাদের যাপন আমাদের কাছে আজ আড়ম্বর 

যাদের নামগুলো পরিয়েছি ভাষার সিঁথিতে 

আজ স্মরণবেলায় তাদের আলিঙ্গন করি 

অশ্রু ইজেলে তাদের রং বেয়ে সূর্য আঁকি 

তাদের আত্মত্যাগ বিজয়ী অশ্বমেধ ঘোড়া 

তাদের পবিত্রতা মাতৃভাষার প্রথম সম্বল

Comments are closed.