ভিক্ষা করে বড়লোকের ভাব ধরেছি
ঘরে ফেরার টাইম নাই।
ভাতের বদলে পিৎজা খাই
ছ্যাবলে ছ্যাবলে বার্গার স্যান্ডউইচ কোপাই
আণ্ডার প্যান্ট স্যান্ডু গেঞ্জি কেনার টাকা নাই তো কী হয়েছে
হাজার দশের ব্রান্ডেড টিশার্ট ট্রাউজার লাগাই;
ভিক্ষা করে বড়লোকের ভাব ধরেছি
ঘরে ফেরার টাইম নাই।
বাপদাদা চৌদ্দপুরুষে কামলা কিষ্যান
আমি হবো চল্লিশ হাজার টাকা বেতনের বিসিএস ক্যাডার,
আর ক্যাডার হয়ে শিল্পপতির দোস্ত হবো
তার মত নিত্যনতুন গাড়ি বাড়ি নারী থাকবে আমার
তাই তো কষ্ট করে পড়াশোনা করি,
যদিও পড়াশোনা করার টাকা নাই;
ভিক্ষা করে বড়লোকের ভাব ধরেছি
ঘরে ফেরার টাইম নাই।