মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

মজনুর রহমানের দুটি কবিতা 

মজনুর রহমান

১৫ আগস্ট, ২০২১ , ৪:০১ অপরাহ্ণ ;

মজনুর রহমানের দুটি কবিতা 

বঙ্গবন্ধু

কীভাবে ঘুমের ভেতরে হামলে পড়ে স্বপ্ন

আর স্বপ্নের ভেতরে গুলি,

কিভাবে গুলির ভেতরে বসে থাকে মানুষ

আর মানুষের ভেতরে পশু,

এই সব একদিন ভোরবেলা আমরা জেনেছি

যেমন অন্য সহস্র ভোর এনেছিলে তুমি।

শেখ রাসেল

সবাই বড় হয়ে যায়। আপনি শুধু শিশুই রয়ে গেলেন। আপনার কয়েক দশক পরে জন্ম নিয়েও আমরা বয়েসে আপনার চেয়ে বড় হয়ে গেলাম। দেশ ও দশের জন্যে কত মুন্ডুপাত করলাম। আপনাদের জন্য সত্য-মিথ্যায় মেশানো শোক প্রকাশ করলাম। তারপর বুড়ো হয়ে মরতেও চলেছি। তবু হাসিমুখে আপনি শিশুই থেকে গেলেন!

Latest posts by মজনুর রহমান (see all)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *