মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

স্বাস্থ্যকর্মীদের দিকে নজর দিন

মুগ্ধতা.কম

২০ মার্চ, ২০২০ , ৫:১৫ অপরাহ্ণ

মতামত: করোনা প্রসঙ্গ: স্বাস্থ্যকর্মীদের দিকে নজর দিন

আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা একটি দেশের সেনাবাহিনীর মত কাজ করে।

APC (Antigen Presenting Cells: Monocyte, Macrophage, Kupffer Cells, RE Cells Langerhans Cells etc) বিভিন্ন গোয়েন্দা বাহিনীর মত শরীরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকে।

যে কোন বহিশত্রু বা আন্তঃশত্রু আক্রমন করলে/ সম্ভাবনা দেখা দিলে তারা সেটি চিহ্নিত করে T cells (CD4, CD8) এর কাছে উপস্থাপন করে।

CD4 Cell (Helper T cell) কেন্দ্রীয় সেনাবাহিনীর মত করণীয় সিদ্ধান্ত গ্রহণ করে। তারপর CD8 (Cytotoxic T cell), NK cell ইত্যাদিকে নির্দেশ দেয় শত্রুকে ক্ষতম করার। সেই সাথে B cell কে নির্দেশ দেয় Antibody (শত্রু নির্মূলের ক্যামিক্যাল) তৈরি করার।

বর্ডার গার্ড বাংলাদেশ (BGB), পুলিশ বাহিনী, RAB, কোবরা ইত্যাদি APC ও NK cells এর মত কাজ করে। যে কোন ঘটনাই ভবিষ্যতের জন্য Memory T Cells ও Memory B Cells (সুনির্দিষ্ট কাজের জন্য Plasma Cells এ পরিণত হয়) ফাইলবন্ধী থাকে। এভাবেই আইন শৃংখলা বাহিনী একটি দেশ ও দেশের মানুষের নিরাপত্তা বিধান করে।

কিন্তু সেনাবাহিনী নিজেই যদি দুষিত হয়ে যায় তবে তারা শত্রু মিত্র আলাদা করার ক্ষমতা হারিয়ে ফেলে। ফলে নিজ দেশের মানুষকেই হত্যা করতে শুরু করে। এমনকি দেশের সর্বোচ্চ ক্ষমতাধর রাষ্ট্র প্রধানকেও হত্যা করতে পারে।

আমাদের দেশ সহ পৃথিবীর অনেক দেশে এমন ভুরি ভুরি নজির আছে। আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও ঠিক তেমনই। এইডস, এসএলই ইত্যাদি অনেক ধরনের রোগ আছে যেখানে এই Immune System দুর্বল বা দুষিত হয়ে পড়ে।

করোনা মোকাবেলায় ডাক্তারসহ স্বাস্থ্যকর্মীরা সেনাবাহিনীর মত কাজ করবে। কিন্তু কোনভাবে যদি তারাই দূষিত (রোগাক্রান্ত) হয়ে যায় তবে তারা রোগীদের ক্ষতি করবে। অস্ট্রেলিয়ায় এমন একটি ঘটনায় নিজের অজান্তেই এক ডাক্তারের মাধ্যমে ৭০ জন রোগীর কাছে করোনা ভাইরাস ছড়িয়েছে।

তাই নীতি নির্ধারণী কর্তাব্যক্তিদের কাছে বিনীত অনুরোধ, করোনা যোদ্ধারা যেন দুষিত হয়ে না পড়ে তার যথাযথ ব্যবস্থা (পিপিই) নিন। দেশ ও জনগণের স্বার্থেই। নইলে কিন্তু সেই বিষাক্ত ছোবল থেকে আপনিও নিরাপদ থাকতে পারবেন না।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রীও কিন্তু করোনা আক্রান্ত হয়েছিল। সাধু সাবধান!

 

ডা. হৃদয় রঞ্জন রায়:

সহযোগী অধ্যাপক, সার্জারি বিভাগ,

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল

চেম্বার: ট্রিটমেন্ট টাওয়ার, ধাপ, রংপুর