মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

মধুময় মাতৃভাষা

মো. দেলোয়ার হোসেন সিদ্দিকী

২০ ফেব্রুয়ারি, ২০২৩ , ১১:৫৭ অপরাহ্ণ

মধুময় মাতৃভাষা

আমি মুসলিম জাতি বাঙালি

বাংলাকে মনেপ্রাণে  ভালোবাসি 

বাংলায় কথা বলি বাংলার পথে চলি

মায়ের ভাষার রুপান্তরে নিজেকে খুঁজি।

বাংলার ইতিহাস ঐতিহ্য তুলে ধরি 

যাদের রক্তের বিনিময়ে অর্জিত 

আমরা পেয়েছি রাষ্ট্র ভাষা বাংলা 

তাদের অবদান স্বীকার করে জাতি।

যারা ভাষা আন্দোলনে রক্ত দিয়েছেন 

তাঁরা এদেশের বীরশ্রেষ্ঠ শহিদ সন্তান 

যুগযুগান্তরে দেশ হতে দেশান্তরে ছড়িয়ে 

ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা করি।

বাংলার মেঠো পথে সোনালি ফসল 

বিশ্বের বুকে বাঙালিরা হচ্ছে সফল 

বাংলার টানে মা মাটি মমতায় জড়িয়ে

মায়ের মুখে শুনেছি  মধুময় মাতৃভাষা।