মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

মনে রাখা

সোমের কৌমুদী

২১ ফেব্রুয়ারি, ২০২৩ , ১২:৩১ পূর্বাহ্ণ

মনে রাখা

মায়ের সমান দামি ঠিক

এক রত্তি কম নয় তো,

মায়ের মতো এই ভাষাকেও

সমান ভালোবাসবো।

কান্না-হাসি, ভাবের প্রদান

এই ভাষাতে করবো,

ভাষার তরে শহিদ যাঁরা

তাঁদের মনে রাখবো।

সোমের কৌমুদী
Latest posts by সোমের কৌমুদী (see all)