১.
পায়রা বাকুম কুম
মহির চোখে ঘুম
স্বপ্নে দেখে মহির গালে
মা মনি দেয় চুম।
পায়রা বাকুম কুম ॥
২.
ফুপা এলো ফুপা এলো
এলো মহির ফুপা
ভীষণ খুশি মহি এখন
ছুটতে থাকে দুপা ।
এলো মহির ফুপা ॥
৩.
দাদা দাদা, বাবা বাবা
লাল এসেছে লাল
আদর করে জড়িয়ে মহির
ভরিয়ে দিল গাল।
লাল এসেছে লাল ॥
৪.
এক দুই তিন, এক দুই তিন
লাল এসেছে থাকবে দুদিন
মহি সোনা নাচে তাধিন
হিপ হিপ হিপ হিপস
মহি খাবে চিপস।
৫.
ধিন তা না না , ধিন তা না না
মহি ঘুমায়, নাচতে মানা!
ঘুম পরীরা মেলবে ডানা
আয় চোখে আয় ঘুম
মহির চোখে উম।
hcg injections online pharmacy
pharmacy online
online pharmacy no prescription needed
health pharmacy online
online pharmacy no prescription needed
pharmacy technician training online
french pharmacy online
clomid online pharmacy
online pharmacy viagra
online pharmacies
mexican pharmacy online
pharmacy technician certification online
mexican pharmacies online