মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

মহি’র ছড়া

মুগ্ধতা.কম

২৭ জুন, ২০২০ , ৮:২৩ অপরাহ্ণ

খলিল ইমতিয়াজের - মহি’র ছড়া

১.

পায়রা বাকুম কুম

মহির চোখে ঘুম

স্বপ্নে দেখে মহির গালে

মা মনি দেয় চুম।

পায়রা বাকুম কুম ॥

 

২.

ফুপা এলো ফুপা এলো

এলো মহির ফুপা

ভীষণ খুশি মহি এখন

ছুটতে থাকে দুপা ।

এলো মহির ফুপা ॥

 

৩.

দাদা দাদা, বাবা বাবা

লাল এসেছে লাল

আদর করে জড়িয়ে মহির

ভরিয়ে দিল গাল।

লাল এসেছে লাল ॥

 

৪.

এক দুই তিন, এক দুই তিন

লাল এসেছে থাকবে দুদিন

মহি সোনা নাচে তাধিন

হিপ হিপ হিপ হিপস

মহি খাবে চিপস।

 

৫.

ধিন তা না না , ধিন তা না না

মহি ঘুমায়, নাচতে মানা!

ঘুম পরীরা মেলবে ডানা

আয় চোখে আয় ঘুম

মহির চোখে উম।