একদিন খুব নিঃশব্দে জেগে উঠলো নদী
জাগলো জীবন : স্রোত ও ফল্গুধারা
জাগরিত হলো কৃষ্ণচূড়া চৈতন্যদিন
ধানে আর গানে প্রজ্জ্বলিত হলো ফাগুনের দুরন্ত আগুন ।
একদিন বারুদ গন্ধ গ্রাস করলো
কুসুমিত ধানের ক্ষেত, ঘুরে দাঁড়ালো প্রতিবাদী দুপুর
বাস্তবিক দীর্ঘ সূর্য হলো মাটির মানুষ
কিন্তু রুদ্ধবাক আকাশ আমাকে বললো
তোমার মাতৃভাষায় তাদের ডাকো , আমি ডাকলাম
মানুষের জাগরণ দোয়েলের শীষ ছড়ালো ।
একদিন পাথরে পাথর নয় , জীবনে জীবন ঘষে দাঁড়ালো মানুষ
জ্বলে উঠলো ঘৃণার ফুলকি। তার রক্তিম আভা আমাকে বললো
মাতৃভাষায় ডাকো ঐ পাখিদের…আমি ডাকলাম
সব পাখির মুখেই গুঞ্জরিত হলো বাংলাদেশ ।
একদিন মাছরাংগা ঠোঁটে দুলে উঠলো আমার নাড়িপোঁতা গ্রাম
দুলে উঠলো কাশফুল শান্তির শাদা উৎসব
তার শুভ্রতা আমাকে বললো
মাতৃভাষায় বলো ভালোবসি
আমি বললাম, একটি পতাকার রঙ রক্তলাল আর গাঢ় সবুজ হলো