মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

মাতৃভাষার প্রতি অনীহা এবং আমাদের স্মার্ট হওয়ার অপচেষ্টা

প্রমথ রায়

২১ ফেব্রুয়ারি, ২০২৩ , ১২:৪৪ পূর্বাহ্ণ ;

মাতৃভাষার প্রতি অনীহা এবং আমাদের স্মার্ট হওয়ার অপচেষ্টা

আমি কিছুদিন আগে একটি সাহিত্য অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে এক  আইনজীবী উপস্থিত ছিলেন। সাথে ছিলো তাঁর সহধর্মিনী ও ৮/৯ বছরের কন্যা। মেয়েটিকে কোনো কিছু জিজ্ঞেস করলে ইংরেজিতে করতে হচ্ছে। সে একটি নৃত্য দিলো সেটাও আবার ইংরেজি গানের সাথে। সে ঢাকায় একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে পড়ে। তাঁর সহধর্মিনীর কাছে যখন অনুষ্ঠান সম্পর্কে অনুভূতি জানতে চাওয়া হলো, তখন তিনি অর্ধেক বাংলায় এবং অর্ধেক ইংরেজিতে অনুভূতি প্রকাশ করলেন। অথচ আইনজীবী প্রমিত বাংলা উচ্চারণে সাবলীল ও মাধুর্যতায় কবিতা আবৃত্তি ও আলোচনা করলেন। এতে হয়তোবা তাঁদেরকেও দোষ দেওয়া যাবে না। তাঁদের সামাজিক মর্যাদা রক্ষা করতে গিয়ে তাদেরকে হয়তোবা এভাবে অভ্যস্ত হতে হয়। আমার ধারণা আমাদের সমাজের অধিকাংশ উচ্চ শ্রেণির পরিবারগুলোতে এরকম চর্চা হয়।

আমি ব্যক্তিগতভাবে কয়েকজনের সাথে যোগাযোগ করতে গিয়ে মাঝে মাঝে ইংরেজি শব্দ বা শব্দমালা ব্যবহার করি। না করলে মনে হয়, হয়তোবা আমি উন্নতির অগ্রযাত্রায় এগুতে পারছি না। আমাদের সমাজে ইংরেজি পারাটাকে একটু অগ্রগামীই মনে করা হয়।

আমি নিজে ইংরেজি শিখিয়ে জীবিকা নির্বাহ করি। এটা করতে গিয়ে আমাকে ইংরেজির চর্চা করতে হয়। শিক্ষার্থীরা যাতে ইংরেজিতে ভালো করে এ জন্য প্রাণপণ চেষ্টা করে যাই।

অথচ আমি যখন গ্রামে থাকি, তখন ইংরেজিতো দূরের কথা প্রমিত বাংলাও ব্যবহার করি না। এতে আমার কোনো রকমের সমস্যা হয় না। অর্থাৎ প্রয়োজনে আমাদের ইংরেজি শিখতে হচ্ছে, কিন্তু কখনো কখনো আমরা সামাজিক অবস্থান বজায় রাখতে গিয়ে অপ্রয়োজনে ইংরেজি বলছি; যা নিশ্চয় কাম্য নয়।

এখন আমরা প্রত্যেকে সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুক, ইন্সটাগ্রাম, টিকটক বিভিন্ন মাধ্যম ব্যবহার করছি। এসব করতে গিয়ে কখনো কখনো আমরা ভিডিও বা ছবির সাথে হিন্দি গান ব্যবহার করছি। অথচ আমাদের বাংলাভাষায় রয়েছে অনেক সমৃদ্ধ গান। আমরা সকলে চঞ্চল চৌধুরী ও শাওনের কণ্ঠে গাওয়া ‘সর্বত মঙ্গল রাধে’ এবং হাওয়া চলচ্চিত্রের ‘তুমি বন্ধু কালা পাখি’ গান দুটির জনপ্রিয়তা জানি। তাই জনপ্রিয়তার জন্য আমাদের হিন্দি গানের আশ্রয় নিতে হবে এমন নয়।

ইংরেজি শেখা আমাদের দক্ষতা আবেগ নয়। আমরা অন্যসব বিষয় পড়াশুনা করে যেমন ভবিষ্যৎ কর্মজীবনের জন্য নিজেকে প্রস্তুত করি। ইংরেজিও ঠিক এরকম। কিন্তু বাংলা এরকম নয়। বাংলায় আমাদের আবেগ জড়িত। রয়েছে ভালোবাসার টান। বাংলায় আমরা যেমন মধুর করে কথা বলতে পারি, অন্যভাষায় তেমন সম্ভব নয়। সুন্দর করে বাংলা বলতে পারা শিল্প। কেউ যদি সুন্দর বাংলায় কথা বলে, আর যদি কেউ বুঝতে না পারে; আমার বিশ্বাস বাংলা স্বর শুনে সে মন্ত্রমুগ্ধ হয়ে যাবে। ভালোমতো বাংলা একজন বাঙালি যতটা স্মার্ট হতে পারে, অন্যভাষায় তা সম্ভব নয়। তাইতো বলতে হয়, তোমার কথায় কথা বলি পাখির গানের মতো’। ফুল, পাখি, নদী, নৌকা সবই যেন বাঙালির প্রাণের ভাষায় কথা বলে।

Latest posts by প্রমথ রায় (see all)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *