বাজার যেন পাগলা ঘোড়া
ছুটছে সেতো ছুটছে ,
লাগামটা কেউ ধরছে না তাই
কায়দা করে লুটছে ।
কায়দা করে ফায়দা খোঁজে
করছে বাজার বৃদ্ধি ,
নিত্য তারা বিত্ত বাড়ায়
করছে স্বার্থসিদ্ধি ।
লাফায় লাফায় বাড়ছে দাম
এটা আর কমবে কি ?
বাড়ার বেলা ঠিকই বাড়ে
কমার লোক কই দেখি ?
দেখার যারা অন্ধ তারা
বধির বোবায় ধরছে ,
বহুদোষে দোষী তারা
ফাঁকে গরিব মরছে ।
দাম বেড়েছে কোন জিনিসের ,
যেই না কয়েছি ,
এমন প্রশ্ন করে আমি
গাধা হয়েছি ।
রাগে ফুঁসছে সবাই দেখি
কাঁপছে থরথর্ ,
লাঠি খোঁজে , ছোড়া খোঁজে
আমি মরমর্ ।
কোন দেশেতে থাকি আমি,
বলে , কোথায় ঘর ?
আর কিছু পুঁছিনি ভয়ে
মারে বুঝি চড় ।
বাজার গিয়ে দাম শুনে সব
বন্ধ হতোই দম ,
দাম বেড়েছে সব জিনিসের,
মানুষেরই কম !
(মাসুম মোরশেদ/ হারাগাছ, রংপুর/ ০১৩০১১১০৮২৭)