মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

মা আমার

মুগ্ধতা.কম

১৯ সেপ্টেম্বর, ২০২০ , ১০:১৫ পূর্বাহ্ণ

আবুল খায়েরর ছড়া - মা আমার

মা আমার

খেলার সাথী

মা আমার

বন্ধু

 

মাকে নিয়ে

পাড়ি দেব

ভব নদী

সিন্ধু

 

মা আমার

হাসি খুশি

মা আমার

সেরা

 

মা আমায়

করেন আদর

যতই আমি

নেড়া

 

মা আমার

জীবন মরণ

মা আমার

স্বপ্ন

মাকে নিয়েই

আলোর জগৎ

ভুবন জুড়ে

রত্ন।