মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

মুক্তিযুদ্ধের সংজ্ঞায়

হেলেন আরা সিডনী

১৫ আগস্ট, ২০২০ , ৪:১২ অপরাহ্ণ

জাতীয় শোক দিবস

আমাদের পৃথিবীটা আজও জীবনের শ্বাসে বেঁচে আছে

তুমি নেই ভাবি না কখনও,  মন বলে এই তো তুমি

স্বাধীনতা রায়ের নির্ভীক অতুলনীয় ডাকে তোমাকেই পাই।

ভালোবাসার অমূল্য দানের বাংলাদেশে তোমাকেই পাই।

 

তুমি ছায়ার মতো, প্রকাশমান ন্যায়-নীতির স্বচ্ছতায়

কণ্ঠ আজও তাই তোমারই অহংকারের সুরেলা ধ্বনি তোলে..

“ যদি রাত পোহালে শোনা যেতো বঙ্গবন্ধু মরে নাই

যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই

তবে বিশ্ব পেতো এক মহান নেতা ; আমরা পেতাম জাতির পিতা ।”

শুধু ইতিহাস নয়, নয় ভালোবাসার কবিতা, নয় সভা- সমিতি

তুমি আছ স্বাধীনতার যথার্থ উত্তরে, বাংলার মুখচ্ছবিতে

মুক্তিযুদ্ধের সংজ্ঞায়, বাংলাদেশের দরজায়।

 

তোমাকে নিয়ে লিখা যায় না, শুধু জানি তুমি জাতীয় পতাকা

তোমারই সাহচর্যে, তোমারই প্রশান্তির নির্ভীকতায়

বাংলা আর বাঙালির জীবনে আজ সততা – শুদ্ধতাই লক্ষ্যমাত্রা ।

তোমার রক্তঋণের উপহার কোনো বর্ণিল মাছিতে ম্লান হতে দেবো না

সোনার চেয়েও খাঁটি এই বাংলার মাটি – করে যাবো পরিশুদ্ধ

আমরা হবো না আর বিদীর্ণ, আমরা হবো না প্রেতাত্মা

জীবনের শ্বাসে তোমার স্বপ্ন আর আশায় থাকবো সংযুক্ত-পরিস্ফুটিত।

এমন করেই তুমি এসো ফিরে, বারবার এসো ফিরে এই বাংলার বুকে

তোমাকে ভালোবেসেই এই বাংলায়, একদিন মানুষ সত্যিকারের মানুষ হয়ে গড়ে উঠবে।

 

 

হেলেন আরা সিডনী
Latest posts by হেলেন আরা সিডনী (see all)