মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

মুগ্ধতা ডট কমের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার

মুগ্ধতা প্রতিবেদক

৩০ জানুয়ারি, ২০২২ , ১০:২৬ অপরাহ্ণ ;

অনলাইন ম্যাগাজিন মুগ্ধতার ডটকমের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে ১ ফেব্রুয়ারী মঙ্গলবার। ভাষার মাস উপলক্ষে এ দিনটিতে বিশেষ উদ্যোগ নিয়েছে মুগ্ধতা ডটকম কর্তৃপক্ষ। এদিন সন্ধ্যা ছয়টায় রংপুর প্রেসক্লাব মার্কেটের দ্বিতীয় তলায় বইবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ‘উপভাষা, ভালোবাসা’ শীর্ষক বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে থাকবে আঞ্চলিক ভাষায় উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, বর্ষসেরা লেখক সম্মাননা, পৃষ্ঠপোষক সম্মাননা, আঞ্চলিক ভাষার গান ছড়া ও কবিতা পাঠ ইত্যাদি।

একই শিরোনামে ঐদিন মুগ্ধতা ডটকমের (www.mugdhota.com) বিশেষ অনলাইন সংখ্যা প্রকাশিত হবে। সংখ্যাটিতে আঞ্চলিক ভাষা বা উপভাষা বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন বিশেষজ্ঞ সাহিত্যিকগণ।

প্রতিষ্ঠাবার্ষিকীর সকল আয়োজনে রংপুরের সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন মুগ্ধতা ডটকমের সম্পাদক মজনুর রহমান।

One response to “মুগ্ধতা ডট কমের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *