মাতৃভাষা দিবস সংখ্যা ২০২১ - পদাবলি

এস আই শিমুল 

উৎপিঞ্জর 

তুমি সেই স্বাধীনতা!তুমি সাত মার্চের বজ্র কন্ঠে,

জেগে ওঠা সাত কোটি জনতা।

তুমি এসেছ এই ভূখন্ডে,

নয় মাসের রক্তের নহরে।

বোনের সম্ভ্রম আর তিরিশ লক্ষ বলিদান শেষে,

প্রস্ফুটন হয়েছে তোমার।

শুভ্র গোধূলির শেষ লগ্নে

নব দিগন্তে উদয় হয়েছ এই বাংলায়।

 

তুমি সেই স্বাধীনতা!

তুমি ছেলে হারা মায়ের চোখের কোনে

উদয়াস্ত অশ্রু জমা অধীর অপেক্ষা।

অনামিশায় প্রজ্জ্বলিত আগুনের দীপশিখা তুমি,

রক্তস্নাত এক বেদনার ইতিহাস।

 

তুমি সেই স্বাধীনতা!

তুমি পরবশ চাদরে মোড়ানো

বিজয়ের রক্তিম উৎপিঞ্জর।

শ্মশানে ঝলসানো প্রতীক্ষার অনল তুমি।

মাড়িয়ে এসেছ বধ্যভূমি, অসংখ্য গণকবর।

সংগ্রাম, তিতিক্ষা শেষে স্বাধীনতা তুমি

চিত্রিত আজ লাল-সবুজের উপর।

মুগ্ধতা.কম

১ ফেব্রুয়ারি, ২০২১ , ১১:০৪ অপরাহ্ণ

মুগ্ধতা ডট কমের বর্ষপূর্তি উদযাপন

নানা আয়োজনে অনলাইন ম্যাগাজিন মুগ্ধতা ডট কমের বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। ১ ফেব্রুয়ারি সোমবার ম্যাগাজিনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বইবাড়ি, রংপুরে কেক কাটা, বর্ষপূর্তি সংখ্যা উন্মোচন ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বোতাম টিপে বর্ষপূর্তি সংখ্যার উদ্বোধন করছেন প্রধান অতিথি কাজী মো. জুননুনবোতাম টিপে বর্ষপূর্তি সংখ্যার উদ্বোধন করছেন প্রধান অতিথি কাজী মো. জুননুন

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভাগীয় লেখক পরিষদের সভাপতি কাজী মো. জুননুন। মুগ্ধতা ডটকমের উপদেষ্টা সম্পাদক ফেরদৌস রহমান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন পাতা প্রকাশ ডটকমের সম্পাদক জাকির আহমদ, সাহিত্যমঞ্চের সম্পাদক সোহানুর রহমান শাহীন ও রিজিওনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার, রংপুরের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সিরাজুম মনিরা।

মুগ্ধতা ডট কমের সম্পাদক মজনুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবি মাসুদ বশীর, মিনার বসুনীয়া, মাহবুবা লাভীন, এস এম ইতি, মুগ্ধতা ডটকমের সহকারী সম্পাদক মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ, আহসান লাবিব, নাফিস সাদিক অর্ক প্রমুখ।

অনুষ্ঠানে মুগ্ধতা ডট কমে প্রকাশিত লেখাগুলোর মধ্য থেকে সর্বাধিক পঠিত লেখাগুলোর লেখক হিসেবে সিরাজুম মনিরা ও ফেরদৌস রহমান পলাশকে সংবর্ধিত করা হয়। পরে বর্ষপূর্তি বিশেষ সংখ্যার উদ্বোধন ও কেক কাটেন অতিথিরা।

বক্তৃতা করছেন উপদেষ্টা সম্পাদক ফেরদৌস রহমান পলাশ বক্তৃতা করছেন উপদেষ্টা সম্পাদক ফেরদৌস রহমান পলাশ

কেক কাটছেন অতিথিবৃন্দ কেক কাটছেন অতিথিবৃন্দ

সেরা লেখকের হাতে তুলে দেওয়া হচ্ছে উপহার সেরা লেখকের হাতে তুলে দেওয়া হচ্ছে উপহার

 

মাতৃভাষা দিবস সংখ্যা ২০২১ - পদাবলি

এস আই শিমুল 

উৎপিঞ্জর 

তুমি সেই স্বাধীনতা!তুমি সাত মার্চের বজ্র কন্ঠে,

জেগে ওঠা সাত কোটি জনতা।

তুমি এসেছ এই ভূখন্ডে,

নয় মাসের রক্তের নহরে।

বোনের সম্ভ্রম আর তিরিশ লক্ষ বলিদান শেষে,

প্রস্ফুটন হয়েছে তোমার।

শুভ্র গোধূলির শেষ লগ্নে

নব দিগন্তে উদয় হয়েছ এই বাংলায়।

 

তুমি সেই স্বাধীনতা!

তুমি ছেলে হারা মায়ের চোখের কোনে

উদয়াস্ত অশ্রু জমা অধীর অপেক্ষা।

অনামিশায় প্রজ্জ্বলিত আগুনের দীপশিখা তুমি,

রক্তস্নাত এক বেদনার ইতিহাস।

 

তুমি সেই স্বাধীনতা!

তুমি পরবশ চাদরে মোড়ানো

বিজয়ের রক্তিম উৎপিঞ্জর।

শ্মশানে ঝলসানো প্রতীক্ষার অনল তুমি।

মাড়িয়ে এসেছ বধ্যভূমি, অসংখ্য গণকবর।

সংগ্রাম, তিতিক্ষা শেষে স্বাধীনতা তুমি

চিত্রিত আজ লাল-সবুজের উপর।