মুগ্ধতায় কেন মুগ্ধ হয়ে পড়ি?
বন্ধুর পথ টপকে যেন বন্ধু গড়ি!
ভালোবাসায় ভালোবাসা খুঁজি!
লিখলেই সব লেখা হয় না বুঝি!
তবুও লেখার কীটগুলো রঙিন প্রজাপতি হয়,
কল্পনার চরিত্রগুলো যেন বাস্তবে কথা কয়৷
আমিতো লেখক নই মোটে রহস্য থেকে যায় চাপা
তবুও নিয়মিত লেখাগুলো হতে থাকে ছাপা৷
নিদারুণ আনন্দে লেখাগুলো পড়তে লাগে বেশ
উজ্জীবিত মন নতুন লেখায় করে মনোনিবেশ৷
এখানে হয় না বিকিকিনি, অর্থের বাসর
শুদ্ধতায় শুদ্ধকরণে সাহিত্যের আসর
তোমার জন্যই আনাড়িরা একটা মঞ্চ পেলাম
মুগ্ধতায় মুগ্ধ করেছো তাই তোমাকে সেলাম৷