মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

মুজিব মানে

মুগ্ধতা.কম

১৫ আগস্ট, ২০২০ , ৪:০১ অপরাহ্ণ ;

জাতীয় শোক দিবস

মুজিব কখনো ফুরিয়ে যায়নি ফুরিয়ে যাবে না কখনো

হাজার বছর কেটে যাবে তাও মুজিব জীবিত তখনো

আবার মুজিব ফিরবে এ দেশে ভাষণ দেবে সে আবারও

আমি তো কেবল এই কথা ভাবি, দু’চোখে স্বপন বাবারও।

 

মুজিবকে যারা তাড়াতে চেয়েছে মারতে চেয়েছে চিরকাল

আজকে তারাই হিরো হয়ে ঘোরে জানি ওরা ছিল জিরো কাল

পাল্টে খোলস অনেকেই আজ সাগরেদ সাজে মুজিবের

হাতড়াও দেখি হয়ে যাবে ঠিক পুরোনো দিনের পুঁজি বের।

 

মুজিব রয়েছে ছিল সে মুজিব, আছে বাংলার জমিনে

তার সাহসের দীপ্তি ছড়ানো তাই তো আমরা দমিনে।

মাঠে খালে বিলে কাজ করে খাই মুজিব রয়েছে আড়ালে

কাছে এসে তাই ছুঁয়ে দেয় রোজ তার দিকে বাড়ালে।

 

মুজিব রয়েছে আমাদের সাথে দুই কাঁধে কাঁধ লাগিয়ে

নানান রকম প্রেরণার বলে রাখে আমাদের জাগিয়ে

আমরা বাঙালি তার হাত ধরে স্বাধীনতা পাই ন’ মাসে

কত অপরাধ ছিল আমাদের সব করে দেয় ক্ষমা সে।

 

এখনও মুজিব ঠিক ঠিকই যায় সাহস জুগিয়ে নিত্য

জাতির জনক মুজিব মানেই বাঙালির অস্তিত্ব।

# # # # # # # #
(১৩.০৮.২০২০)
আহাদ আলী মোল্লা
বার্তা সম্পাদক
দৈনিক মাথাভাঙ্গা
স্টেশন রোড, চুয়াডাঙ্গা।
০১৭১১৩৬৬১০৩

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *