সোনালুর অপেক্ষায় আমি মেঘ। ফুটলেই বৃষ্টি হয়ে ঝরে পড়বো বুকে। তারপর চিত্রগ্রাহকের ক্যামেরার সাটারে অনবদ্য ছবি হয়ে থাকবো আমরা। পত্রিকা আর ফেসবুকে ভাইরাল হবে আমাদের মহামিলন।
সোনালু, তুমি কবে আসবে পৃথিবীতে?
দুঃখের ঝোলা থেকে বেরিয়ে আসলে তুমি। হাঁটতে হাঁটতে বিকেল হয়ে গেলাম। তোমার পিছু পিছু হাঁটতে গিয়ে সন্ধ্যার সাগরে ডুবে গেলাম। আমার দুঃখের ঝোলা ভাসতে ভাসতে রেঙ্গুন চলে গেল।
রেঙ্গুনের দুঃখী মেয়ের মতো আমার কবিতা পড়ছ তুমি। দুঃখের ঝোলা থেকে এবার আমাকে বের করতে চাইলে। অথচ আমি হাঙরের শরীরে কাঁটা হয়ে বেঁচে আছি।