বোশেখ এলো সবার দোরে
উঠুক রবি মিষ্টি ভোরে
থাকবো সবাই ঘরে,
করোনাকে রুখতে হবে
নিয়ম মেনে চলতে হবে
জীবন বাঁচার তরে।
আজ বৈশাখী উৎসবে
তোমার কাজল চোখের উল্লাসে,
দুইটি তারা হেসে উঠে
ভালোবাসার ঐ উচ্ছ্বাসে।
আমার হৃদয় আঙ্গিনাতে
তুমি এগিয়ে এলে লাজে,
আমি কোমল দুটি হাতে
তোমায় জড়িয়ে নিলাম বুকে।
আজ বৈশাখী উৎসবে
তোমার বোকাসোকা মুখে
আমি চমকে উঠি কীসে?
তোমার মন মাতানো হাসিতে।
তোমার নীল পাড়ের শাড়িতে
আমি ফুল গুঁজিয়ে দেই খোঁপাতে
তুমি অপ্সরী হলে কীসে?
আমার মন-মণিকোঠার মাঝে।
কী আর হবে রং ছিটিয়ে ?
যখন ;
নতুন বছর পুরনো হবে।
মনের কষ্ট মনেই রবে
জীবন যাত্রা থমকে যাবে
আলোর প্রদীপ নিভে যাবে।
তখন ;
কী আর হবে এত স্বপ্ন দেখে ?
স্বপ্ন সে তো স্বপ্নই রবে
হৃদয় ভাঙ্গার শব্দ হবে।
ঘড়ির কাঁটা উল্টো হবে
জীবন যাত্রা কঠিন হবে।