মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

মৃত্যুর কোরাস

আহমেদ অরণ্য

২৭ জুন, ২০২০ , ৮:২৩ অপরাহ্ণ ;

মৃত্যুর কোন রঙ নেই বলে, মানুষ ভুলে যায়, প্রিয়জন!

**

মৃত্যু শান্তির সঙ্গিত,  সঙ্গম বোঝে না!

***

মৃত্যুতেই জীবনের মানে আটকে যায়!

****

মৃত্যু আমার চূড়ান্ত প্রেম!

*****

আপনি না আগামিকাল মরে যাবেন,  তবু এত খিদে পায় আপনার?  (ক্ষমতা ফ্যাক্ট)

আহমেদ অরণ্য
Latest posts by আহমেদ অরণ্য (see all)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *