হৃদয়ের গহীনে আবদ্ধ ছিলে বহুকাল
সেখান থেকে তোমাকে বের করে দেখতে পাইনি
স্মৃতির গহবরে তলিয়ে সেই শৈশবে থেকে গেছে
ভালোবাসার আঙ্গিনায় খেলা করতে পারোনি
হঠাৎ বিদ্যুৎ ঝলকের মতো সামনে এলে
ভুবনভোলানো হাসি দিয়ে বললে
কেমন আছো তুমি?
বাকরুদ্ধ হয়েগেছি তখন…
তোমাকে দেখার পর ভুলে গেছি নিজেকে
মাথার ভিতরে মগজ বাষ্প হয়ে উড়ে বেড়াচ্ছে
চোখের তারায় নাচছে পৃথিবী
ভেসে বেড়াচ্ছি শূন্যে…