মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

মে এসেছে

রবীন জাকারিয়া

১ মে, ২০২১ , ১১:০৬ অপরাহ্ণ

মে দিবস

মে এসেছে, মে এসেছে

সাজাও শহর নগর

মজুর তোরা নীচে বসে

শুনবি চোরের বগর

আট ঘন্টার কাজের জন্য

রক্ত দিলি তোরা

তোরাই খাটিস সারাবেলা

রক্ত চোষে ওরা

মে এসেছে মে এসেছে

পড়াও ফুলের মালা

দিনটি ওদের শুধুই দিবস

কারখানাটায় তালা

মে এসেছে মে এসেছে

দিবি জোড়ে ঝাপ

ক’দিন পরে ভূলবি তোরা

নামটি নিজের বাপ৷

 

রবীন জাকারিয়া
Latest posts by রবীন জাকারিয়া (see all)