মে এসেছে, মে এসেছে
সাজাও শহর নগর
মজুর তোরা নীচে বসে
শুনবি চোরের বগর
আট ঘন্টার কাজের জন্য
রক্ত দিলি তোরা
তোরাই খাটিস সারাবেলা
রক্ত চোষে ওরা
মে এসেছে মে এসেছে
পড়াও ফুলের মালা
দিনটি ওদের শুধুই দিবস
কারখানাটায় তালা
মে এসেছে মে এসেছে
দিবি জোড়ে ঝাপ
ক’দিন পরে ভূলবি তোরা
নামটি নিজের বাপ৷