রংপুর অঞ্চলের কবিদের লেখা নিয়ে বিশেষ আয়োজন রংপুরের কবিতা

বিজ্ঞাপন

রংপুর অঞ্চলের কবিদের লেখা নিয়ে বিশেষ আয়োজন রংপুরের কবিতা

রংপুর অঞ্চলের কবিদের লেখা নিয়ে বিশেষ আয়োজন – রংপুরের কবিতা

শেষ পর্যন্ত প্রকাশ করা গেল ‘রংপুরের কবিতা’। আমরা ঘোষণাটি দিয়েছিলাম বিশেষ একটি সময়ে। আমরা চাচ্ছিলাম, রংপুর অঞ্চলের কবিতাগুলো সকল বাংলাভাষী মানুষের কাছে পৌঁছে যাক। নানা কারণে আমাদের এই অঞ্চলের ভালো কবিতাগুলো পাঠকের কাছে যথাযথভাবে পৌঁছে না বলে আমরা মনে করি। এরই প্রেক্ষিতে এই বিশেষ সিদ্ধান্ত।

এখানে রংপুরসহ এই অঞ্চলের বিভিন্ন জেলার কবিদের কবিতা বাছাই করে প্রকাশ করা হয়েছে। বাছাই প্রক্রিয়ায় যুক্ত ছিলেন তিনজন বিচারক। কাজেই এবারের মতো বেশকিছু কবিতা বাদ পড়েছে যৌথ সিদ্ধান্তে। তবে আমরা কথা দিচ্ছি বিশেষ সংখ্যায় যাদের কবিতা বাদ পড়েছে সেই কবিতাগুলো ধারাবাহিকভাবে অন্য সময়ে প্রকাশ করবে মুগ্ধতা। অনেক চেষ্টার পড়েও ভালো কিছু কবির নাম এই তালিকায় পাওয়া যাবে না। এর কারণ ধরে নিতে হবে, আমরা তাঁদের সাথে যোগাযোগ করেও কোনো সাড়া পাইনি। ভালো কোনো কবির কবিতা যদি সত্যিই যোগাযোগ ছাড়াই বাদ পড়ে থাকে, তাহলে সেগুলো পেলে আমরা নিশ্চয়ই এই সংখ্যায় যুক্ত করে দেবো। আরেকটি বিশেষ ঘোষণা হলো, প্রকাশিত এই কবিতাগুলো প্রিন্ট ভার্সনে পড়া যাবে ‘বিভাগীয় লেখক পরিষদ, রংপুর’-এর একাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিতব্য স্মারকগ্রন্থে। স্মারকগ্রন্থটি আগামী ১ ডিসেম্বর প্রকাশিত হবে।

সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি রংপুরের সেইসব ঋদ্ধ কবির প্রতি, যারা সংখ্যাটিতে নিজেদের কবিতা দিয়ে এটিকে সমৃদ্ধ করেছেন।

উপদেষ্টা সম্পাদক: ডা. ফেরদৌস রহমান পলাশ
সম্পাদক: মজনুর রহমান
সহযোগী সম্পাদক: আহমেদ অরণ্য
অলংকরণ: রেদওয়ান শুভ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন