মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

রঙ্গপুর সাহিত্য পরিষৎ-এর বিশেষ সাহিত্য বৈঠক অনুষ্ঠিত

মুগ্ধতা প্রতিবেদক

২৪ মার্চ, ২০২১ , ৯:৫৯ অপরাহ্ণ ;

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ২৪ মার্চ বুধবার বিকেলে ঐতিহ্যবাহী ও সুপ্রাচীন রঙ্গপুর সাহিত্য পরিষৎ-এর বিশেষ সাহিত্য বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতেই এক মিনিট নীরবতা পালন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশেষ সাহিত্য বৈঠকে আলোচক ছিলেন লেখক, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব ডাঃ মফিজুল ইসলাম মান্টু। পঠিত লেখা নিয়ে আলোচনা করেন সাহিত্যিক রানা মাসুদ। সঞ্চালনায় ছিলেন পরিষৎ-এর আজীবন সদস্য ও বেতার ঘোষিকা তৌহিদা খাতুন সুইটি। কবিতা পাঠে অংশ নেন কবি শাহিদা মিল্কি, হেলেন আরা সিডনী, মতিয়ার রহমান, সাঈদ সাহেদুল ইসলাম, জাকির আহমদ, জাহিদ হোসেন, রেজাউল করিম জীবন, সরকার বাবলু, মঈনুল ইসলাম, মাসুম মোরশেদ, রিয়াজুল হক সাগরসহ আরও কয়েকজন।

আলোচনায় জনাব মান্টু ও জনাব আকবর হোসেন মুক্তিযুদ্ধে রংপুরের বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করেন। কবিতায় উঠে এসেছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধ,স্বাধীনতা এবং শহিদদের বীরত্বগাথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *