আল্লাহ তায়ালা মেহেরবানি করে আমাদের রমাযান দান করেছেন। এই মাসের গুরুত্ব, তাৎপর্য বা ফজিলত আমরা অনেকেই কমবেশি জানি। এ মাসের কিছু করণীয় ও বর্জনীয় কাজ সংক্ষিপ্ত আকারে পেশ করা হলো যাতে সহজেই আমরা মনে রাখতে পারি। আল্লাহ তায়ালা আমাদের তাওফিক দিন।
এক. রোযা রাখা ।
দুই. তারাবিহ নামাজ পড়া ।
তিন. কোরআন তেলাওয়াত করা ।
চার. সাহরি খাওয়া ।
পাঁচ. ইফতার করা ।
ছয়. রোযাদারকে ইফতার করানো ।
সাত. তাওবা-ইস্তিগফার করা ।
আট. দুআ করা ।
এক. অশ্লীল কথা না বলা ।
দুই. মিথ্যা কথা না বলা ।
তিন. অনর্থক কথা বা কাজ না করা ।
চার. গীবত না করা ।
আয়াতুল্লাহ রাসেল
মুফতি ও মুহাদ্দিস
জামিয়া গাফুরিয়া ইসলামপুর, মোমেনশাহী।
প্রতিদিনের সেহরি ও ইফতারের সময়সূচি জানতে ক্লিক করুন এখানে