সময়ের ঘড়ি চলছে
টিকটিক টিকটিক টিকটিক,
চলতেই থাকবে
যখন আছি তখনও,
যখন থাকবো না তখনও!
জীবনের ঘড়ি চলছে
ধুকধুক ধুকধুক ধুকধুক,
কতক্ষণ চলবে জানি না,
কখন থামবে তাও জানি না!
এই সময়ের ভেতরই সব
হাসি-কান্না, সুখ-দুঃখ, আশা-নিরাশা,
স্বপ্ন আর ভালোবাসা;
আর এ জন্যেই এতো দৌড়ঝাঁপ!
হায় রে মানুষ, হায় রে জীবন!
ঘড়ি তুমি কার তবে?
সময়ের নাকি জীবনের!
একটি বাঁশি
অশান্ত কিছু সুর
হৃদয়ছোঁয়া আকুতি
পাড়ভাঙা তোলপাড়,
এভাবেই স্বপ্নের ছোঁয়া
এভাবেই পথচলা
স্বপ্নগুলোকে নিয়ে নাড়াচাড়া;
কাউকে আপন ভেবে
পাওয়া না পাওয়ার দ্বন্দ্বে থেকে
কোন সময় নিবিড়
বন্ধনের ডোরে বাঁধাপড়া বা
নিজেই জীবন থেকে
হারিয়ে যাওয়া,
এভাবেই চলতে থাকে
জীবন তার আপন প্রবাহে।
বৃষ্টি তুমি ঝরছো আজি
গুঁড়ি গুঁড়ি কেন?
ঝরো আজি অঝোর ধারায়
আমার কথা শোন।
বুকটা আজি কান্না ভরা
তাই তো তোমায় চাই,
তোমার সাথে মিলেমিশে
আজ একাকার হই।
তুমি যে মোর মনের সাথী
তাই তো আমায় বোঝ,
মন খারাপের সাথে সাথে
অঝোর ধারায় সাজো!