মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

রিমঝিম বৃষ্টি

মুগ্ধতা.কম

১৯ সেপ্টেম্বর, ২০২০ , ১০:১৯ পূর্বাহ্ণ

আবুল খায়েরর ছড়া - রিমঝিম বৃষ্টি

ছন্দে আসে বৃষ্টি

অবাক করা দৃষ্টি

সতেজ আজ কৃষ্টি

বিধাতার ঐ সৃষ্টি।

রিমঝিম রিমঝিম

টুপ টাপ হিম হিম

যায় চলে যায় দিন

মজা তাই সীমাহীন।

 

মেঘের ভেলা আকাশে

উদাস করা বাতাসে

করে সব কোলাহল

দল বেঁধে ছুটে চল।

 

খোকা ধরে বায়না

ইশকুলে যায় না

খেলাধুলা বাসাতে

মন থাকে আশাতে।