মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

রিমোট

এম এস মুরছালিন আয়াস

২১ ফেব্রুয়ারি, ২০২৩ , ১২:৩১ পূর্বাহ্ণ

রিমোট

অফিস থেকে ক্লান্ত দেহে

বাসায় ফিরে দেখি

রিমোট নিয়ে হইহুল্লোরে

একি কান্ড একি!

বউটি আমার দ্যাখে সেতো

সিরিয়াল  সারাক্ষণ,

খোকন সোনাও রিমোট নিয়ে 

দেখবে ডরিমন।

দেশ বিদেশের দেখব খবর

এই সুযোগ টাও নাই,

রিমোট নিয়ে চলছে লড়াই 

আমার ঘরে ভাই।