বুধ ঘুরছে শুক্র ঘুরছে
ঘুরছে জুপিটার,
শনি ঘুরছে প্লুটো ঘুরছে
কক্ষপথে তার।
মঙ্গল ঘুরছে নেপচুন ঘুরছে
ঘুরছে ইউরেনাস,
সূর্য ঘুরছে ভূগোল ঘুরছে
সূর্যের চারপাশ।
তারা ঘুরছে চাঁদ ঘুরছে
ঘুরছে গ্রহাণু,
ঘুরছে কতো নাম না জানা
অণু পরমাণু।
হাজার আলোকবর্ষ দূরে
ঘুরছে কতো গ্রহ,
এই ঘূর্ণন চলতে থাকুক
যাক থেমে বিগ্রহ।
গোল গ্রহেতে ঘুরছে মানুষ
ঘুরুক অনিমেষ,
আমেরিকা চিলি ঘুরে
এলাম বাংলাদেশ।
কেউ ভাবতো ডিস্কের মতো
সমতল হয়তো,
কেউ ভাবতো চাকতির মতো
গোল হবে নয়তো।
কেউ ভাবতো কাছিমের পিঠে
তিনটে হাতির ’পরে
ভেসে আছে গোল গ্রহটা
লক্ষ বছর ধরে।
সমতল নয়, গোলও তো নয়
মিথ্যে বয়ান যতো,
হাতির পিঠে নয় যে ভাসা
ভূগোল ডিমের মতো।
ব্যাঙা যাবে দূর ব্যাংককে
ব্যাংক থেকে নেয় টাকা,
পাসপোর্ট আর ভিসা করে
থাকবে না সে ঢাকা।
করোনাতে হঠাৎ হলে
বন্ধ এয়ারপোর্ট,
ব্যাংককে না যেতে পেরে
পায় মনে খুব চোট।
লকডাউনে ডাউন হয়ে যায়
কী থেকে কী করে,
ব্যাঙা মামার দিন কেটে যায়
একাকী এক ঘরে!
বেড়াল ভাবে ফেসবুকেতে আইডি যদি থাকতো,
লকডাউনের সময়গুলো অনেক ভালো কাটতো।
সব বেড়ালদের বন্ধু করে দল হতো বেশ ভারি,
ইঁদুরগুলোয় ফুঁসলিয়ে খুব খেতাম র্যা টেন কারি।
অনলাইনের মামলা দিতাম কুকুরগুলোর নামে,
দেখিয়ে দিতাম ফিউফিউয়ে রব কেমনে না থামে।
নাঙ্গাভুখা পিপড়াদের এক চিমটি চিনি দিয়ে—
গ্রুপ ছবিটা আপলোড দিতাম দানের অহম নিয়ে।
লাইক-কমেন্টসে ভরে যেতো টাইমলাইনের ওয়াল,
ঢাকা থেকে দেশ-বিদেশে হতাম যে ভাইরাল।
হোক না জীবের কোষ
অথবা উদ্ভিদ,
উভয় কোষে জলের উপস্থিত।
জলের নাম বিধায় জীবন বলে
শোনো গো পরমাণু,
জলে আছে অক্সিজেন আর
হাইড্রোজেন দুই অণু।
ভূপৃষ্ঠের বিদ্যমান যা আছে
এক ভাগ স্থল,
আর তিন ভাগই তার জল।
ওকাবোকা তেলাপোকার দল,
করোনাকাল, এই সযোগে চল—
কাটুস কুটুস খাবোদাবো
করবো কোলাহল।
পেপার খাবো, গ্রন্থ খাবো,
ছড়া খাবো, ছন্দ খাবো,
বর্ণ খাবো, গন্ধ খাবো,
সরল খাবো, বক্র খাবো,
খাবো সমতল।
কর্ম খাবো, ধর্ম খাবো,
চর্বি খাবো, চর্ম খাবো,
পন্থা খাবো, পথ্য খাবো,
স্বপ্ন খাবো, সত্য খাবো,
খাবো মনোবল।
তাজা খাবো, বাসি খাবো,
খুশি খাবো, হাসি খাবো,
মিষ্টি খাবো, ঝালও খাবো,
গালও খাবো, তালও খাবো
খাবো উপর-তল।
আলো খাবো, আঁধার খাবো,
পুকুর খাবো, পাথার খাবো,
পাহাড় খাবো, নদী খাবো,
রিপোর্ট নিরবধি খাবো
খাবো চোখের জল।
পুলিশ খাবো, থানা খাবো,
আইন-আদালত ঘানা খাবো,
চেটেপুটে খেয়েদেয়ে
ছুটবো সুখের জাহাজ বেয়ে
দূরান্তর জঙ্গল।
রেজাউল ইসলাম হাসু
জন্ম : ১৯৮৭ সাল, রংপুর।
প্রকাশিত বই দুইটা।
এক. ওকাবোকা তেলাপোকা (২০১৬) -শিশুতোষ
দুই. এলিয়েনের দেশ পেরিয়ে (২০১৭)-শিশুতোষ।