মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

লিপিকা লিপির প্রথম কবিতার বইয়ের প্রকাশনা

মুগ্ধতা প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি, ২০২২ , ২:২৭ পূর্বাহ্ণ ;

কবি লিপিকা লিপির প্রথম কবিতাগ্ৰন্থ মৃত্তিকায় সৃজন এর প্রকাশনা অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যায় সৈয়দপুরের ইকু হ্যারিটেজ এ জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম প্রধান অতিথি ছিলেন।
বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক রানা মাসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, বিশিষ্ট কবি ও সাংবাদিক মাহবুবুল ইসলাম,


উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহসীনুল হক মোহসীন, আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার এস এম রাশেদুজ্জামান রাশেদ।
আলোচক ছিলেন, বিশিষ্ট সাংবাদিক প্রথমআলোর সৈয়দপুর প্রতিনিধি এম. আর. আলম ঝন্টু, বিশিষ্ট ব্যবসায়ী আহমেদ ইলা।
ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়, রংপুরের সহকারী শিক্ষক আকলিমা জাহান বিউটির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিভাগীয় লেখক পরিষদ রংপুর এর সাধারণ সম্পাদক, পাতা প্রকাশ এর কর্ণধার জাকির আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিভাগীয় লেখক পরিষদের সিনিয়র সহ-সভাপতি এসএম সাথী বেগম, রংপুর জেলা কমিটির সভাপতি এটিএম মোর্শেদ, বাংলাবাড়ির প্রধান সম্পাদক ও পরিচালক মজনুর রহমান, লিপিকা লিপির পরিবারের সদস্য আক্তারুজ্জামান। মৃত্তিকায় সৃজন গ্ৰন্থ থেকে আবৃত্তি করেন শিবলী রহমান।
দেশ গান পরিবেশন করে রহমতউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অভিজিত সরকার।
অন্যান্যের মধ্যে ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সৈয়দপুর এর সিনিয়র শিক্ষক রেহানা খানম পলি, কবি মাসুদ বশীর, আসহাদুজ্জামান মিলন, নুর হোসেন, শামসুজ্জামান সোহাগ, শরিফুল আলম অপু, আদিল ফকির, লায়লা শিরিনা, মোর্শেদ সরওয়ার জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
শুরুতেই মোমবাতি প্রজ্বলন ও কেক কেটে প্রকাশনা অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং মৃত্তিকায় সৃজন এর মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে কবি লিপিকা লিপির দেশ-বিদেশের বিভিন্ন শুভাকাঙ্ক্ষীদের পাঠানো ভিডিওবার্তা দিয়ে নির্মিত ভিডিও ক্লিপ দেখানো হয়।
মৃত্তিকায় সৃজন কবি লিপিকা লিপির প্রথম কবিতাগ্ৰন্থ। গ্ৰন্থটি প্রকাশ করে, সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান পাতা প্রকাশ। প্রচ্ছদ করেন, রহমান ইমন। বইটি একুশে বইমেলাসহ দেশের অভিজাত বইয়ের দোকানে পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *