মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

লুটেরা হবো

রবীন জাকারিয়া

২ সেপ্টেম্বর, ২০২২ , ১০:৩৮ পূর্বাহ্ণ

কবিতার গল্প

আর কতটা কাপড় নামালে

উলঙ্গ বলে?

কতবার শরীর বেচে দিলে

পতিতা বলে?

কতদিন না খেয়ে থাকলে

অনাহারী বলে?

কতটা প্রতিবাদহীন থাকলে

দেশপ্রেমী বলে?

কতগুলো মিথ্যা বললে

রাজনীতিক হওয়া যায়?

কতটুকু চোখের জলে

ভাত পাওয়া যায়?

কীভাবে একটি কোটা নিয়ে

চাকরি পাওয়া যায়?

কোথায় আবেদন করলে

লেখক তকমা পায়?

আমি জানি না!

কিছুই জানি না!

এখন শুধু মরিয়া হয়ে উঠেছি

One man army হবো বলে৷

আমার স্ত্রীকে ‘বাসন্তি’ আর

সন্তানদের ‘আসমানী’ হতে দেবো না কখনো৷

আমি নুরলদিন, সূর্যসেন, ভাসানী

নজরুল কিংবা বঙ্গবন্ধু হবো৷

হবো বিপ্লবী, যদি তোমরা লুটেরা বলো!

ক্ষতি কী?

আমার একটি জীবনের বিনিময়ে যদি

আরো কিছু জীবন বেঁচে যায়!

আমি তাই করবো৷

অসীম সাহসী বাঙালীরা চিরদিন

প্রতিবাদী ছিলো৷

আর আমিও তো একজন বাঙালিই৷

(লেখক কর্তৃক আপলোডকৃত। অসম্পাদিত)

রবীন জাকারিয়া
Latest posts by রবীন জাকারিয়া (see all)