শনিবারের চিঠি

মুগ্ধতা.কম

১৯ আগস্ট, ২০২৩ , ১:৫১ অপরাহ্ণ ; 182 Views

‘শনিবারের চিঠি’ ক্রমশ নিজেই নিজেকে অতিক্রম করে যাচ্ছে। দিনে দিনে এর লেখক ও পাঠক সম্পৃক্ততা বাড়ছে। বেশি বেশি লেখা আসছে। এসবের প্রেক্ষিতে আমরা নতুন একটি সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, আমাদের কাছে যারা লেখা পাঠাবেন তারা এখন থেকে প্রতি বুধবারের মধ্যে পাঠাবেন। সবাই ভালো থাকুন, এই প্রচণ্ড তাপদহনে নিজেকে যত্নে রাখুন। শিশুদের দিকে খেয়াল রাখুন।

এছাড়া মুগ্ধতা ব্লাড ব্যাংকেও আপনাদের নিয়মিত অংশগ্রহণ প্রত্যাশা করি 

যেহেতু লেখার সংখ্যা নির্ধারিত, তাই যে লেখাটি এই সপ্তাহে প্রকাশিত হবে না, সেটি প্রকাশ হবে পরের সপ্তাহে বা সপ্তাহের অন্য কোনো দিনে। 

সবাই সুস্থ ও নিরাপদ থাকুন।

লেখা ও পাঠ প্রতিক্রিয়া পাঠাতে:

mojnurangpur@gmail.com (সম্পাদক)

ahmedaranno16@gmail.com (সহযোগী সম্পাদক)

উপদেষ্টা সম্পাদক: ডা. ফেরদৌস রহমান পলাশ 

সম্পাদক ও প্রকাশক: মজনুর রহমান 

সাপ্তাহিক সংখ্যা সম্পাদনা: আহমেদ অরণ্য 

সহযোগিতা: মুস্তাফিজ রহমান 

অলংকরণ ও কারিগরি তত্ত্বাবধান: রেদওয়ান শুভ

সূচিপত্র