শনিবারের চিঠি

মুগ্ধতা.কম

১৩ মে, ২০২৩ , ৪:২২ অপরাহ্ণ ; 528 Views

শনিবারের চিঠি

‘শনিবারের চিঠি’ ফিরে এল নতুন রূপে। এখন থেকে সংখ্যাটি বিষয়ভিত্তিক নয় বরং বিষয়-বৈচিত্রে সমৃদ্ধ করার চেষ্টা করা হবে। প্রতি সংখ্যায় নির্ধারিত থাকবে পাঁচটি কবিতা, তিনটি ছড়া, দুটি গল্প, একটি নন ফিকশন, ফেসবুক থেকে আমাদের নির্বাচিত একটি স্ট্যাটাস, পাঠকের পাঠানো একটি প্রাকৃতিক দৃশ্য সম্বলিত ছবি এবং চিরায়ত পাঠ অংশে থাকবে একজন বিখ্যাত লেখকের একটি রচনা। এছাড়া আগের সংখ্যার পাঠ প্রতিক্রিয়া থাকবে সব শেষে। 

কাজেই নিচের মেইল ঠিকানায় আপনার লেখা পাঠান প্রতি বৃহস্পতিবারের মধ্যে। পাঠান পাঠ প্রতিক্রিয়া।

যেহেতু লেখার সংখ্যা নির্ধারিত, তাই যে লেখাটি এই সপ্তাহে প্রকাশিত হবে না, সেটি প্রকাশ হবে পরের সপ্তাহে বা সপ্তাহের অন্য কোনো দিনে। 

সবাই সুস্থ ও নিরাপদ থাকুন।

লেখা ও পাঠ প্রতিক্রিয়া পাঠাতে:

mojnurangpur@gmail.com (সম্পাদক)

ahmedaranno16@gmail.com (সহযোগী সম্পাদক)

উপদেষ্টা সম্পাদক: ডা. ফেরদৌস রহমান পলাশ 

সম্পাদক ও প্রকাশক: মজনুর রহমান 

সাপ্তাহিক সংখ্যা সম্পাদনা: আহমেদ অরণ্য 

সহযোগিতা: মুস্তাফিজ রহমান 

অলংকরণ ও কারিগরি তত্ত্বাবধান: রেদওয়ান শুভ

সূচিপত্র