পাঠক ও লেখকদের ব্যাপক সাড়ায় আমরা ‘শনিবারের চিঠি’ টিম দারুণভাবে উজ্জীবিত। আশা করি সামনের দিনগুলোতেও লেখকেরা নিয়মিত লিখবেন আর পাঠকেরা নিয়মিত শনিবারের চিঠি পড়বেন।
এছাড়া মনে করিয়ে দিতে চাই যে, সপ্তাহের অন্য কোনো দিনেও গুরুত্বপূর্ণ বা বিষয়ানুগ কোনো বিষয়ে লেখা পাঠানো যাবে।
এছাড়া মুগ্ধতা ব্লাড ব্যাংকেও আপনাদের নিয়মিত অংশগ্রহণ প্রত্যাশা করি
যেহেতু লেখার সংখ্যা নির্ধারিত, তাই যে লেখাটি এই সপ্তাহে প্রকাশিত হবে না, সেটি প্রকাশ হবে পরের সপ্তাহে বা সপ্তাহের অন্য কোনো দিনে।
সবাই সুস্থ ও নিরাপদ থাকুন।
লেখা ও পাঠ প্রতিক্রিয়া পাঠাতে:
mojnurangpur@gmail.com (সম্পাদক)
ahmedaranno16@gmail.com (সহযোগী সম্পাদক)
উপদেষ্টা সম্পাদক: ডা. ফেরদৌস রহমান পলাশ
সম্পাদক ও প্রকাশক: মজনুর রহমান
সাপ্তাহিক সংখ্যা সম্পাদনা: আহমেদ অরণ্য
সহযোগিতা: মুস্তাফিজ রহমান
অলংকরণ ও কারিগরি তত্ত্বাবধান: রেদওয়ান শুভ