‘শনিবারের চিঠি’তে এবার প্রকাশিত হলো ‘চিঠি’ সংখ্যা। পাঠক ও লেখকদের লেখায় সংখ্যাটিতে সাধারণ চিঠি যেমন এসেছে তেমনই এসেছে ঐতিহাসিক চিঠি। আবার নিজের স্মৃতিসঞ্চিত চিঠিও এসেছে একাধিক। সবগুলো চিঠিরই যথাযথ সাহিত্যমূল্য থাকবে এমন দাবি আমরা করছি না, তবে সঞ্চয়মূল্য নিশ্চয়ই আছে ব্যক্তির নিজের কাছে। আসুন উপভোগ করি বিশেষ এই সংখ্যাটি।
আমাদের আগামী সংখ্যার বিষয় হবে ‘শৈশব’। আপনার বা যে কারো শৈশব থেকে তুলে আনুন মজার বা বিষাদের কাহিনি, লিখে পাঠিয়ে দিন নিচের মেইলগুলোর যে কোনো একটিতে।
লেখা পাঠাবেন যে দুটি মেইলে-
[email protected] (সম্পাদক)
[email protected] (সহযোগী সম্পাদক)
সাপ্তাহিক সংখ্যা সম্পাদনা: আহমেদ অরণ্য, অলংকরণ: রেদওয়ান শুভ
‘শনিবারের চিঠি’তে এবার প্রকাশিত হলো ‘চিঠি’ সংখ্যা। পাঠক ও লেখকদের লেখায় সংখ্যাটিতে সাধারণ চিঠি যেমন এসেছে তেমনই এসেছে ঐতিহাসিক চিঠি। আবার নিজের স্মৃতিসঞ্চিত চিঠিও এসেছে একাধিক। সবগুলো চিঠিরই যথাযথ সাহিত্যমূল্য থাকবে এমন দাবি আমরা করছি না, তবে সঞ্চয়মূল্য নিশ্চয়ই আছে ব্যক্তির নিজের কাছে। আসুন উপভোগ করি বিশেষ এই সংখ্যাটি।
আমাদের আগামী সংখ্যার বিষয় হবে ‘শৈশব’। আপনার বা যে কারো শৈশব থেকে তুলে আনুন মজার বা বিষাদের কাহিনি, লিখে পাঠিয়ে দিন নিচের মেইলগুলোর যে কোনো একটিতে।
লেখা পাঠাবেন যে দুটি মেইলে-
[email protected] (সম্পাদক)
[email protected] (সহযোগী সম্পাদক)
সাপ্তাহিক সংখ্যা সম্পাদনা: আহমেদ অরণ্য, অলংকরণ: রেদওয়ান শুভ