মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

শব্দ হবে জব্দ: সালতামামি

মজনুর রহমান

৩১ ডিসেম্বর, ২০২২ , ৮:১০ অপরাহ্ণ

বছরের শেষ দিকে দেখা যায় বিভিন্ন মাসিক ও দৈনিক পত্রিকা ‘সালতামামি’ প্রকাশ করে। আসলে শব্দটির অর্থ কী?
মূলত সালতামামি শব্দটি ‘সাল’ ও ‘তামামি শব্দদ্বয়ের সমন্বয়ে গঠিত।
‘সাল’ ফারসি শব্দ যার অর্থ বছর আর ‘তামামি’ আরবি উৎসের ফারসি শব্দ ‘তামাম’ থেকে এসেছে যায় অর্থ সমাপ্তি অথবা সমগ্র।
অর্থাৎ সালতামামি অর্থ দাঁড়ায় বছরের সমাপ্তি বা সামগ্রিক হিসাব।

দৈনিক পত্রিকা ও বিভিন্ন সাময়িকীগুলো বছরের শেষে সারা বছরের গুরুত্বপূর্ণ ঘটনাসমূহের সংক্ষিপ্ত বিবরণ নিয়ে সালতামামি প্রকাশ করে।

মজনুর রহমান
Latest posts by মজনুর রহমান (see all)