লেখক ও ইতিহাস গবেষক শাহ্ আব্দুল মজিদ বুলুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী ছিল ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার। এ উপলক্ষে সন্ধ্যায় রংপুর বইবাড়িতে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি, রংপুরের আহ্বায়ক কাজী মো. ঈসার সভাপতিত্বে অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য দেন সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, লেখক প্রফেসর মোহাম্মদ শাহ আলম, কারমাইকেল কলেজের প্রাক্তন ভিপি আলাউদ্দিন মিয়া, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. মফিজুল ইসলাম মান্টু, কবি ও সাংবাদিক মাহবুবুল ইসলাম, প্রভাষক আহসান হাবীব রবু, অধ্যাপক ডা. শহিদুল ইসলাম, কবি ও সম্পাদক মজনুর রহমান, তরুণ কবি মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ, আহসান লাবিব, তানভির তাকি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির সদস্য সচিব জাকির আহমদ। পরে তাঁর আত্মার শান্তি কামনা করে দোয়ায় অংশ নেন সবাই।
শাহ্ আব্দুল মজিদ বুলু প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির প্রতিষ্ঠাতাদের একজন। রংপুরের বদরগঞ্জে ১৯৪৭ সালে তিনি জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে পঞ্চডালের পারিজাত, কলকাতা ছিনতাই, রঙিন দেশ রংপুর, বৃহত্তর বদরগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য, চোখের দেখা আরবদেশ ইত্যাদি। ২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি তিনি ইন্তেকাল করেন।