গোঁ ধরেছে গো ছানাটি
থাকবে না আর ঘরে।
কেমন করে ঘুরছে সবাই
দারুণ মজা করে।
মানুষগুলো ঘুরছে কেমন
শহর বন্দর গ্রামে।
বাচ্চাগুলো উঠছে মেতে
ঘুড়ি, লুডো, কেরামে।
তারা কত মজা করে
দেখো সবাই মিলে।
আমি কেন ঘরেই থাকি
দরজা আটকা খিলে।
মায়ের সাথে বাচ্চারা সব
খাচ্ছে হেসে খেলে।
আমি কেন দড়ি বাঁধা
আমার ক্ষিধে পেলে।
আমি শিশু, তারা শিশু
তফাৎ কেন তবে?
সব শিশুদের সমান সুযোগ
আদৌ কি আর হবে?