রংপুরের কাব্যসাহিত্যে চির অমর কবি, ছান্দসিক সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা, বাংলা একাডেমির ফেলোশিপ প্রাপ্ত রংপুর তথা বাংলাদেশের বর্ষীয়ান কবি নূরুল ইসলাম কাব্যবিনোদের দশম মৃত্যুবার্ষিকী ২০ জানুয়ারি শুক্রবার।
নূরুল ইসলাম কাব্যবিনোদ কবি, গীতিকার, সাংবাদিক ও সফল সংগঠক ছিলেন। ১৯০৭ খ্রিষ্টাব্দের ২০ ডিসেম্বর রংপুরের বাবুখাঁ গ্রামের প্রাচীন সওদাগর পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার আগমনে আলোকিত করেছিল উত্তরজনপদের সাহিত্য।
২০ জানুয়ারি২০১৩ সালে রংপুরের নিউ শালবস্থ নিজ বাসা কবিকুঞ্জে মৃতবরণ করেন কবি নূরুল ইসলাম কাব্যবিনোদ।
এ উপলক্ষে কবি’র প্রতিষ্ঠিত সংগঠন ছান্দসিক সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠী রংপুর আয়োজিত আগামীকাল শুক্রবার বাদ আছর নিউ শালবনস্থ জালালিয়া জামে মসজিদে দোয়া’র আয়োজন করা হয়েছে।
দোয়া অনুষ্ঠানে রংপুরের কবি সাহিত্যিকসহ সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য সংগঠনের সভাপতি বিশিষ্ট লেখক ও ইতিহাস গবেষক রেজাউল করিম মুকুল ও সাধারণ সম্পাদক কবি সোহানুর রহমান শাহীন আহ্বান জানিয়েছে।