২৬ ফেব্রুয়ারি, শুক্রবার বিভাগীয় লেখক পরিষদ, রংপুরের আয়োজনে ‘শুদ্ধ বানান প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার সম্প্রচার সহযোগী ছিল মুগ্ধতা ডট কম। নিচে প্রতিযোগিতার প্রশ্নগুলোর সাথে সঠিক উত্তর দেওয়া হলো।
১. ঠিক বানান কোনটি?
ক) ব্যাকরণ খ) ব্যকরণ গ) ব্যাবসা ঘ) পোষাক ।
উত্তর: ক
২. ভুল শব্দ কোনটি?
ক) ব্যাঞ্জনবর্ণ খ) বিদ্যালয় গ) ব্যঞ্জনবর্ণ ঘ) পাঠশালা।
উত্তর: ক
৩. কোন বাক্যটিতে ভুল নেই?
ক) দরিদ্রতা অভিশাপ খ) ফুল দেখতে সৌন্দর্য গ) ভুল লিখতে ভূল করো না ঘ) শনিতে অশনি দেখতে পাইলাম। উত্তর: ক
৪. ‘চট্টগ্রাম’ শব্দটির যুক্তবর্ণটি ভাঙলে কী পাওয়া যাবে?
ক) ট্+র ফলা খ) ট্+ট গ) ট্+ রেফ ঘ) ট্+ঠ। উত্তর: খ
৫. ‘পঞ্চগড়’ শব্দের যুক্তবর্ণটি কোন কোন বর্ণ নিয়ে গঠিত?
ক) ঞ্+চ খ) ঞ্+জ গ) ষ্+ণ ঘ) ন্+চ। উত্তর: ক
৬. ঠিক শব্দ কোনটি?
ক) চলাকালীন সময়ে খ) চলাকালের সময়ে গ) চলাকালে ঘ) চলাকালিন সময়ে। উত্তর: গ
৭. কোনটি শুদ্ধ বানান?
ক) তিতীক্ষা খ) তীতিক্ষা গ) তিতিক্ষা ঘ) তীতীক্ষা। উত্তর: গ
৮. শুদ্ধ শব্দ কোনটি?
ক) নিরপরাধী খ) দারিদ্র্যতা গ) স্বার্থকতা ঘ) প্রাণিকুল। উত্তর: ঘ
৯. কোনটি শুদ্ধ বানান?
ক) নিশীথিনী খ) নিশিথিনি গ) নিশীথিনি ঘ) নিশীথীণী। উত্তর: ক
১০. কোন শব্দটির বানান শুদ্ধ?
ক) মাষ্টার খ) পোশাক গ) জিনিষ ঘ) পোষ্ট অফিস। উত্তর: খ
১১. কোনটি শুদ্ধ বানান?
ক) ব্যকুল খ) ব্যাকুল গ) ব্যাকূল ঘ) ব্যকূল। উত্তর: খ
১২. কোন বানানটি শুদ্ধ?
ক) মুহুর্মুহু খ) মূহুমুহু গ) মূহূর্মূহু ঘ) মূহুর্মূহু। উত্তর: ক
১৩. কোনটি শুদ্ধ শব্দ?
ক) প্রত্যান্ত খ) আদ্যাক্ষর গ) মরূদ্যান ঘ) সম্বর্ধনা। উত্তর: গ
১৪. কোনটি শুদ্ধ বানান?
ক) শিরচ্ছেদ খ) শিরোচ্ছেদ গ) শিরশ্ছেদ ঘ) শিরাচ্ছেদ। উত্তর: গ
১৫. শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন:
ক) আমি চাক্ষুষ প্রত্যক্ষ করেছি খ) তিনি স্বস্ত্রীক এসেছেন গ) তিনি সাক্ষ্য দেবেন না ঘ) তার কথায় মাধর্যতা নেই। উত্তর: গ
১৬. কোন বানানটি শুদ্ধ?
ক) সংসপ্তক খ) সংশপ্তক গ) শংসপ্তক ঘ) শংশপ্তক। উত্তর: খ
১৭. কোনটি শুদ্ধ বানান?
ক) শুশ্রূষা খ) সুশ্রুষা গ) শূস্রুষা ঘ) শুশ্রুসা। উত্তর: ক
১৮. কোনটি শুদ্ধ বানান?
ক) স্বায়ত্ব খ) স্মায়ত্ব গ) স্বায়ত্ত ঘ) সায়ত্ব। উত্তর: গ
১৯. ‘চত্বর’ না চত্ত্বর- কোনটি সঠিক?
ক) চত্ত্বর খ) চত্বর গ) দুটোই ঘ) কোনোটাই না। উত্তর: খ
২০. কোন বানানটি শুদ্ধ?
ক) সমভিব্যহারে খ) সমবিব্যাহারে গ) সমভিব্যাহারে ঘ) সমবিব্যাহারে। উত্তর: গ
২১. ভুল শব্দ কোনটি?
ক) সমিতি খ) জ্যামিতি গ) প্রকৃতি ঘ) প্রতিতি। উত্তর: ঘ
২২. অশুদ্ধ শব্দ কোনটি?
ক) পুণ্য খ) পুজো গ) ভূল ঘ) মুহূর্ত। উত্তর: গ
২৩. শুদ্ধ বানান কোনটি?
ক) শহিদ মিনার খ) শহীদ মিনার গ) শহীদ মীনার ঘ) একটিও নয়। উত্তর: ক
২৪. শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন:
ক) বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর খ) বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ গ) বিদ্যান মুর্খ অপেক্ষা ভাল ঘ) বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। উত্তর: ঘ
২৫. শুদ্ধ রূপ কোনটি?
ক) সব ছাত্ররা খ) সব ছাত্রবৃন্দ গ) সব ছাত্র ঘ) সব ছাত্রসমূহ। উত্তর: গ
২৬. কোন বাক্যটি শুদ্ধ?
ক) কেবলমাত্র তুমি যাবে খ) এতে আশ্চর্য হলাম গ) বিবিধ জিনিস কিনলাম ঘ) এ সংবাদে সন্তোষ হলাম। উত্তর: গ
২৭. শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন:
ক) তুমি কী আজ যাবে? খ) তুমি কি আজ যাবে? গ) তুমি কী অদ্য যাবে? ঘ) তুমি কী আজ যাইবে? উত্তর: খ
২৮. ‘ইন্ডিয়া’ না ‘ইণ্ডিয়া’- কোন বানানটি ঠিক?
ক) দুটোই খ) একটিও নয় গ) ইন্ডিয়া ঘ) ইণ্ডিয়া। উত্তর: গ
২৯. সাধু ও চলিত রীতির মিশ্রণকে কোন দোষ বলে?
ক) বাহুল্য দোষ খ) গুরুচণ্ডালী দোষ গ) মুদ্রণ প্রমাদ ঘ) আসত্তি। উত্তর: খ
৩০. শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন:
ক) তোমার কথাই প্রমান হলো খ) তোমার কথাই প্রমাণ হলো গ) তোমার কথাই প্রমানীত হলো ঘ) তোমার কথাই প্রমাণিত হলো। উত্তর: ঘ