বাংলা সাহিত্যের একজন শক্তিশালী ও জনপ্রিয় কবি ইমতিয়াজ মাহমুদের জন্মদিন আজ।তাঁর জন্ম ২৩ ফেব্রুয়ারি ১৯৮০ খ্রিষ্টাব্দে ঝালকাঠি জেলায়। পেশায় তিনি একজন সরকারি কর্মকর্তা (প্রশাসন)। তাঁর প্রকাশিত বইগুলোর মধ্যে রয়েছে: অন্ধকারের রোদ্দুরে, মৃত্যুর জন্মদাতা, সার্কাসের সঙ, মানুষ দেখতে কেমন, পেন্টাকল, কালো কৌতুক, ম্যাক্সিম ইত্যাদি।
জন্মদিনে মুগ্ধতা ডট কমের পক্ষ থেকে প্রিয় এই কবির প্রতি রইল অজস্র শুভকামনা। জন্মদিনে আমাদের বাছাই থেকে তাঁর কবিতার বই ‘পেন্টাকল’ থেকে একটি কবিতা তুলে দিচ্ছি পাঠকের জন্য।
অমরতা
ইমতিয়াজ মাহমুদ
.
মরতে আমার খালি দেরি হয়ে যায়!
.
আকাশের কিমাকার মেঘদল দেখে
আমি একা মরে মরে বেঁচে থাকি রোজ
আর বেঁচে যেতে গিয়ে পুনরায় ভাবি,
পরদিন পেতে পারি মরণের খোঁজ।
.
পৃথিবীতে আমি মরে যেতে পারতাম
কোনো সাপের কামড়ে, হঠাৎ বিমারে,
পথে হেঁটে যেতে যেতে বাসের তলায়!
.
আমার কাফন তবু চুরি হয়ে যায়
আমার গায়ের জামা ছোট হয়ে যায়।
.
পৃথিবীতে আমি মরে যেতে পারতাম
হাসতে হাসতে একা মাথা ঘুরে পড়ে,
ধারালো ছুরিতে আর কফির চুমুকে!
.
কফির বদলে লোকে বিষ খেতে দেয়
আমি এক চুমুকে তা খেয়ে উঠে ভাবি,
এবার আমারে আর যাবে না বাঁচানো
.
আকাশের মেঘদল উড়ে গেলে দেখি
বিষের গেলাসে আবে হায়াত মেশানো।