মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

শূন্যতা

শ্রাবণ বাঙালী

১ ফেব্রুয়ারি, ২০২৩ , ৮:০৮ অপরাহ্ণ

শূন্যতা

অক্টোপাসের অষ্টহাতে

আষ্টে পৃষ্টে বুকের সাথে

অন্তদহন ইন্দ্রজালে।

হৃদ্যতার হৃদ অনলে

রাত গভীরে অশ্রু জলে

সুখ সাগর স্বর্গ তলে।

বিনিময়ের বিন্দু মিলে

দম্ভভরে দাঁড়িয়ে তাতে

হিমালয় হিমশিখরে।