আজ চলো না হয় ঘুরে আসি ঐ মেঘেদের বাড়ি,
কেন বৃষ্টি নিলো এমন করে মেঘের সাথে আড়ি!!
নীল আকাশের উঠোন জুড়ে কেন ধুসর মেঘের সাজ,
চলো খুঁজি না হয় আকাশের মন গোমড়া কেন আজ!!
আজ সূর্য কেন রাগ করেছে, কেন গুমোট গুমোট ভাব,
কেন হিংসে করে বাতাসের আজ নেই যে আবির্ভাব!!
আজ ঐ বর্ষা কেন লুকোচুরি খেলছে এমন করে,
যাবার বুঝি সময় হলো,আষাঢ় ফিরবে বুঝি ঘরে!!
বৃষ্টি কেন ঝরছে না আজ,আজ উদাস কেন মন,
বুঝি মেঘের সাথে আড়ি, তাই শ্রাবণ পায়নি নিমন্ত্রণ!!
আজ চলো না হয় ভাঙ্গাই আড়ি,চলো ভাঙ্গাই অভিমান,
আজ আকাশ আবার গেয়ে উঠুক শ্রাবণ দিনের গান!!
রংপুর সদর, রংপুর।