মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

সন্ধি

মুগ্ধতা.কম

১৯ সেপ্টেম্বর, ২০২০ , ১০:১৯ পূর্বাহ্ণ ;

লুৎফুন নাহারের কবিতা - সন্ধি

কাঁচের চুড়ির রিনিঝিনি শব্দে

আহ্লাদি হয়ে ওঠা মেয়েটিরও মন ভাঙ্গে নিশব্দে একদিন

কেউ দেখে না, যে ভাঙ্গে

সে-ই কেবল আনন্দে ভাসে অভ্যন্তরীন নদীতে।

website

মন খেয়ালী খেয়ায় চড়ে ঘুরে বেড়ানো জলাশয় জানে

তোমার মনের হদিস, ললাট থেকে খসে পড়া লাল টিপ

মলাটের নিচে লুকানো গোপন নাম, বল পয়েন্টের আঁকিবুকি

আজ স্মৃতির কপাটে বন্দী, আজকাল আমরা যে যার মতো বাঁচি

ভুলে গিয়ে আমাদের সন্ধি।

 

পরবাসী বাতাস… সোহাগ বুলিয়ে গেলে গায়

চৈত্রিক রাতের উঠোন ভরা গল্প খুব মনে পড়ে

নিরবে আমার ভীষণ ভীষণ মন পোড়ে…

 

অস্থিরতা নিয়ে অস্তিত্বে

স্থির জেদে বসে থাকে মন কার অনুভব মেখে

সে কথা মন-ই জানে; মন ও মস্তিস্কের যুদ্ধে

মস্তিস্ক বেচারা বরাবরই ঘায়েল হয় হেরে গিয়ে।

 

দুনিয়া যাকে পাগল বলে নিয়ম করে

নিয়মের ঘেরাকলে পড়ে কতো রকমের অনিয়ম

সইতে হয়েছে তাকে

অন্ধ দুনিয়া তা দেখবে কেমন করে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *