মানুষ মূলত বর্জ্য ত্যাগ করে এবং কারাপ কিছু ছেড়ে দেয় । যেমন, মলমূত্র ত্যাগ করা এবং মদ খওয়া বা জুয়ার আসরে যাওয়া ছড়ে দেয়া।
তবে ত্যাগ শুধুমাত্র মানুষইকরে না পশু-পাখি,জন্তু-জানোয়াররাও ত্যাগ করে। কিন্তু ছেড়ে দেয়া বা ফিরে আসা পশু-পাখি, জন্তু-জানোয়ারা করতে জানেনা। তা কেবল মানুষই পারে।
দুটো হাত দুটো পা থাকা মানেই কিন্তু মানুষ না। মানুষ অনন্য অসাধারণ কিছু। সবাই মানুষ হতে জানে না।